ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশর ভূমিকা প্রশংসনীয়: ব্রিটিশ হাই কমিশনার

টাঙ্গাইল সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:১৬, ২৫ অক্টোবর ২০২০   আপডেট: ১৫:১৯, ২৭ অক্টোবর ২০২০
রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশর ভূমিকা প্রশংসনীয়: ব্রিটিশ হাই কমিশনার

রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশর ভূমিকার ভূয়সী প্রশংসা করেছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার এইচ ই রোবার্ট চেটারটন ডিকসন।

তিনি বলেন, রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসন কর‌তে আন্তর্জাতিকভাবে আর কি কি পদক্ষেপ নেওয়া যায় সে বিষয়ে কাজ চলছে। 

রোববার (২৫ অ‌ক্টোবর) দুপুরে টাঙ্গাইলের মির্জাপুর কুমুদিনী মেডিক্যাল কলেজ ও রনদা প্রসাদ সাহার বাড়িতে অনু‌ষ্ঠিত শারদীয় দুর্গাপূজায় পরিদর্শন শে‌ষে তি‌নি এ কথা বলেন।

ব্রিটিশ হাই-কমিশনার বলেন, জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন এবং আমেরিকার সঙ্গে বৈঠকে রোহিঙ্গাদের আর কিভাবে সাপোর্ট করা যায় ও দ্রুত প্রত্যাবাসনের বিষয়ের পদক্ষেপের বিষয়ে আলোচনার অগ্রগতি হয়েছে।

এসময় তিনি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের অভিজ্ঞতা জানিয়ে বলেন, রোহিঙ্গারা নিজ দেশে ফিরতে চান। তবে তার আগে রোহিঙ্গাদের যে অত্যাচার করা হয়েছে তা মিয়ানমারকে বন্ধ করতে। রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে মিয়ানমারের সঙ্গে আমরা এখন আন্তর্জাতিকভাবে বেশ শক্ত ভূমিকা পালন করছি। যেন যত দ্রুত সম্ভব তারা নিজ দেশে ফিরতে পারে।

দুর্গোৎসব না দেখার অভিজ্ঞতা জানিয়ে তি‌নি বলেন, দুর্গোৎসবের মতো এত সুন্দর কমিউনিটি উৎসবে যোগ দিতে পেরে তিনি খুবই আনন্দিত। এসময় গরীব মানুষের স্বাস্থ্যসেবা ও জীবনমান উন্নয়নে কুমুদিনী ওয়েল ফেরার ফাউন্ডেশন ও ট্রাস্টের ভূমিকা অনবদ্য বলেও প্রশংসা করেন। 

এসময় উপস্থিত ছিলেন, ব্রিটিশ ডেপুটি হাইকমিশনার জাভেদ প্যাটেল, কুমুদিনী ওয়েল ফেয়ার ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক রাজিব প্রসাদ সাহা, অতিরিক্ত পুলিশ সুপার শাহীনুর ইসলাম, উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জুবায়ের হোসেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সায়েদুর রহমান, কুমুদিনী হাসপাতালের পরিচালক ডা. প্রদীপ কুমার রায়, কুমুদিনী মেডিক্যাল কলেজের অধ্যক্ষ প্রফেসর আ. হালিম, নার্সিং স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সিস্টার রানী ক্রুস, লিগ্যাল কলেজের হোস্টেল কর্নেরেটর ডা. শামসুন্নাহার প্রমুখ।

কাওছার/এসএম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়