ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

হিলিতে গ্রামবাংলার ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলা

দিনাজপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:০৪, ২৫ অক্টোবর ২০২০  
হিলিতে গ্রামবাংলার ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলা

দিনাজপুরের হিলিতে গ্রামবাংলার ঐতিহ্যবাহী হা-ডু-ডু  খেলার উদ্বোধন করা হয়েছে। 

রোববার (২৫ অক্টোবর) বিকেল ৫টার দিকে পৌরসভার আয়োজনে উপজেলার ছোট জালালপুর গ্রামে এ খেলার উদ্বোধন করেন হাকিমপুর পৌরসভার মেয়র জামিল হোসেন চলন্ত।

গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলা দেখতে উৎসুক জনতা ভিড় করেছে।

উদ্বোধনী অনুষ্ঠানে পৌর মেয়র জামিল হোসেন চলন্ত বলেন, খেলাধুলা চলমান থাকলে যুবসমাজ কখনো মাদকদ্রব্যেও প্রতি আকৃষ্ট হবে না।

তিনি আরও বলেন, দেশ ও যুব সমাজ আগামীদিনের ভবিষ্যৎ, তাদের রক্ষায় আমাদের সবাইকে এগিয়ে আসা একান্ত প্রয়োজন।

তিনি আরও বলেন, প্রতি বছরের মতো পৌরসভার ৯ ওর্য়াড নিয়ে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে।

এসময় হাকিমপুর পৌরসভার প্যানেল মেয়র মিনহাজুল ইসলাম লিটন, হাকিমপুর প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তাফিজার রহমান মিলনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

মোসলেম/এসএম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়