ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

মানিকগঞ্জে ২ লাখ মিটার কারেন্ট জাল ধ্বংস 

মানিকগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪২, ২৬ অক্টোবর ২০২০  
মানিকগঞ্জে ২ লাখ মিটার কারেন্ট জাল ধ্বংস 

মানিকগঞ্জের শিবালয় উপজেলার যমুনা নদীতে অবৈধ‌ভাবে মা ইলিশ ধরার কারণে উপজেলা প্রশাসন ও র‍্যাব-৪ যৌথভাবে অভিযান চালিয়ে ২ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করে ধ্বংস করেছে।

সোমবার (২৬ অক্টোবর) ভোরে যমুনা নদীতে এ অভিযান চালিয়ে এই  কারেন্ট জাল জব্দ করা হয়।

র‍্যাব-৪ এর নির্বাহী হাকিম মো. আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

উপজেলা মৎস্য কর্মকর্তা মোহা. রফিকুল আলম জানান, র‍্যাবের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ইলিশ শিকারে ব্যবহৃত ১০টি নৌকা বিনষ্ট ও ২ লাখ জব্দ করা কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

এসময় মেজর আদনান তরফদার ও সিনিয়র মৎস কর্মকর্তা মোহা.রফিকুল আলমসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

চন্দন/বুলাকী

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়