ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

রংপুরে ওএমএসের ৪৯ বস্তা চাল আটক

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০২, ২৬ অক্টোবর ২০২০   আপডেট: ১৫:০৩, ২৬ অক্টোবর ২০২০
রংপুরে ওএমএসের ৪৯ বস্তা চাল আটক

রংপুর নগরীতে ওএমএসের চাল কালোবাজারে বিক্রি করার সময় ৩ জনকে আটক করেছে পুলিশ। ভ্রাম্যমাণ আদালত ৩ জনের ৫৫ হাজার টাকা জরিমানা করেছে। ওএমএস ডিলার মমিনের বিরুদ্ধে মামলা দায়ের করার নির্দেশ দিয়েছে।

ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান মৃধা জানান, সোমবার দুপুরে সরকারি খাদ্য গুদাম থেকে খোলা বাজারে চাল বিক্রি না করে কালোবাজারে বিক্রির জন্য পাচারকালে নগরীর আলমনগর রবার্টসনগঞ্জ এলাকায় ৪৯ বস্তা চাল আটক করেন এলাকাবাসি। 

খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত ৩ আসামি আসলাম, আশফাক ও ইসলাম বাবুকে দোষি সাব্যস্ত করে ৫৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন।  এ ছাড়া ডিলার মমিন উদ্দিনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করার আদেশ দেন।

রংপুর/নজরুল/টিপু

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়