RisingBD Online Bangla News Portal

ঢাকা     রোববার   ২৯ নভেম্বর ২০২০ ||  অগ্রাহায়ণ ১৫ ১৪২৭ ||  ১২ রবিউস সানি ১৪৪২

লঞ্চের ছাদে খেলতে গিয়ে নদীতে পড়ে শিশু নিখোঁজ

নোায়খালী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৩৪, ২৬ অক্টোবর ২০২০  
লঞ্চের ছাদে খেলতে গিয়ে নদীতে পড়ে শিশু নিখোঁজ

ফাইল ফটো

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় তমরদ্দি ঘাটে লঞ্চের ছাদে খেলতে গিয়ে নদীতে পড়ে এক শিশু নিখোঁজ হয়েছে। 

সোমবার (২৬ অক্টোবর) সকাল ১১টার দিকে লঞ্চ ঘাটে থাকা একটি যাত্রীবাহী লঞ্চের ছাদে খেলছিল শিশুটি। পরে সে নদীতে পড়ে নিখোঁজ হয়। নিখোঁজ হৃদয় (১০) উপজেলার তমরদ্দি ইউনিয়নের ক্ষিরোদিয়া গ্রামের মৃত রফিক উদ্দিনের ছেলে। ঘটনাস্থলে কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের দুটি দল শিশুটির সন্ধানে অভিযান চালাচ্ছে।

হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকতা (ইউএনও) মো. ইমরান হোসেন বলেন, ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়ার জন্য এমভি তাফসির ও এমভি ফারহান-৩ নামে দুটি লঞ্চ তমরদ্দি ঘাটে অবস্থান করছিল। এ সময় ঘাট এলাকার একদল শিশু লঞ্চের ছাদে খেলছিল। এ সময় এমভি ফারহান-৩ লঞ্চের ছাদ থেকে হৃদয় নদীতে পড়ে ডুবে যায়। সঙ্গে সঙ্গে ঘাটের শ্রমিকরা নদীতে নেমে অনেক খোঁজাখুজি করেও তাকে উদ্ধার করতে পারেনি। একপর্যায়ে ফায়ার সার্ভিস ও কোস্টগার্ডের সদস্যরা খবর পেয়ে ঘাটে এসে উদ্বার অভিযান শুরু করে।

উদ্বার অভিযান অব্যাহত রয়েছে বলে জানান এই কর্মকর্তা। 
 

সুজন/বকুল 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়