ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

১০ ঘণ্টা পর খুলনার সঙ্গে ট্রেন যোগাযোগ স্বাভাবিক

ঝিনাইদহ সংবাদদাতা  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪৮, ২৭ অক্টোবর ২০২০   আপডেট: ১২:৫৪, ২৭ অক্টোবর ২০২০
১০ ঘণ্টা পর খুলনার সঙ্গে ট্রেন যোগাযোগ স্বাভাবিক

ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায় প্রায় ১০ ঘণ্টা বন্ধ থাকার পর খুলনার সঙ্গে ট্রেন যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুর ১২টার দিকে ট্রেন যোগাযোগ স্বাভাবিক হয়।

সোমবার (২৬ অক্টোবর) রাত আড়াইটার দিকে সাবদারপুর রেল স্টেশনে মালবাহী ও তেলবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়।

ঝিনাইদহের কোটচাঁদপুর রেল লাইনের স্টেশন মাস্টার গোলাম মোস্তফা জানান, দর্শনা থেকে নোয়াপাড়াগামী মালবাহী একটি ট্রেন সিগন্যাল না দিয়ে ভুলক্রমে স্টেশনে প্রবেশ করলে অপরদিক থেকে আসা তেলবাহী ট্রেনের সঙ্গে সংঘর্ষ হয়। এতে চারটি বগি লাইনচ্যুত হয়। রাত থেকেই খুলনার সঙ্গে সারা দেশের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরে সকাল সাড়ে ৮টার দিকে উদ্ধারকারী ট্রেন জেটিকল ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। মঙ্গলবার দুপুর ১২টার দিকে দুটি রেল লাইনের মধ্যে একটি লাইন সচল হয়। অন্য লাইনের কাজ চলছে।

স্টেশন মাস্টার আরও জানান, তবে কী কারণে দুর্ঘটনা ঘটছে তার সঠিক কারণ জানতে একটি তদন্ত টিম গঠন করা হবে।

রাজিব হাসান/ইভা 

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়