ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

বেশি দামে বিক্রি, চট্টগ্রামে জরিমানা দিলো ১০ আলুর আড়ৎ

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫০, ২৭ অক্টোবর ২০২০   আপডেট: ১৪:০৭, ২৭ অক্টোবর ২০২০
বেশি দামে বিক্রি, চট্টগ্রামে জরিমানা দিলো ১০ আলুর আড়ৎ

চট্টগ্রাম মহানগরীর সবচেয়ে বড় কাঁচাবাজার রিয়াজউদ্দিন বাজারের আলুর আড়তে অভিযান চালিয়েছেন চট্টগ্রাম জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযানে সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে আলু বিক্রি করায় ১০টি আলুর আড়ৎকে জরিমানা করা হয়েছে।

অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর ফারুক।

তিনি জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে আলুর আড়তে। অভিযানে অতিরিক্ত দামে আলু বিক্রি করায় মোট ১০টি আলুর আড়তকে ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি প্রতিষ্ঠানগুলোকে সতর্ক করা হয়েছে।

এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

চট্টগ্রাম/রেজাউল/টিপু

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়