RisingBD Online Bangla News Portal

ঢাকা     সোমবার   ৩০ নভেম্বর ২০২০ ||  অগ্রাহায়ণ ১৬ ১৪২৭ ||  ১৩ রবিউস সানি ১৪৪২

ফেনীতে অতিরিক্ত মদপানে যুবকের মৃত্যু

ফেনী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৪৮, ২৭ অক্টোবর ২০২০  
ফেনীতে অতিরিক্ত মদপানে যুবকের মৃত্যু

ফেনীর পরশুরাম উপজেলায় অতিরিক্ত মদপানে সাদ্দাম হোসেন (৩০) নামের এক যুবকের মুত্যু হয়েছে।

সোমবার (২৬ অক্টোবর) রাত ২টার দিকে চট্টগ্রাম মেডিক‌্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সাদ্দাম কুমিল্লার লাঙ্গলকোট উপজেলার আলি আহাম্মদের ছেলে।

পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক জানিয়েছেন, অতিরিক্ত মদ পান করে অসুস্থ হয়ে পড়ায় সোমবার সকাল সাড়ে ৯টার দিকে সাদ্দাম হোসেনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছিল। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ফেনী সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।

সাদ্দাম মির্জানগর ইউনিয়নের উত্তর কাউতলী গ্রামের মির হোসেনের জামাতা। তিন দিন আগে তিনি শ্বশুরবাড়িতে বেড়াতে আসেন। সোমবার স্থানীয় যুবকদের সঙ্গে রান্না করে খান সাদ্দাম। পরে অতিরিক্ত মদ পান করলে তিনি অসুস্থ হয়ে পড়েন।

পরশুরাম মডেল থানার এসআই মোতাহের হোসেন জানান, সাদ্দাম হোসেনের মৃত‌্যুর ঘটনায় এখন পর্যন্ত লিখিত অভিযোগ পাওয়া যায়নি।

সৌরভ/রফিক

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়