ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

নোয়াখালীতে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন 

নোয়াখালী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২৬, ২৮ অক্টোবর ২০২০  
নোয়াখালীতে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন 

নোয়াখালীর হাতিয়া উপজেলার ধর্ষণ মামলায় মো. ইব্রাহিম নামে এক আসামির যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

এ সময় আদালত যাবজ্জীবন ছাড়াও আসামির ২৫ হাজার টাকা জরিমানা করেন। অনাদায়ে আরও দুই বছর সশ্রম কারাদণ্ডের আদেশ দেন।

বুধবার (২৮ অক্টোবর) দুপুরে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক (জেলা জজ) মোহাম্মদ সামস্উদ্দীন খালেদ এ রায় দেন।

রায় পড়াকালীন আসামি মো. ইব্রাহিম আদালতের ডকে উপস্থিত ছিলেন। তিনি উপজেলার শূন্যেরচর গ্রামের আবদুল হাই এর ছেলে।

আদালত সূত্রে জানা যায়, উপজেলার শূন্যেরচর এলাকায় ২০০৪ সালে ইব্রাহিম ওই গৃহবধূর ঘরের দরজা ভেঙে তাকে ধর্ষণ করে। এ ঘটনায় ইব্রাহিম ও তার বন্ধু আবদুল হাসিমকে আসামি করে হাতিয়া থানায় নারী-শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন ওই নারী।

মোট ১১ সাক্ষীর সাক্ষ্যগ্রহণসহ দীর্ঘ শুনানি শেষে আজ বুধবার আদালত আসামি ইব্রাহিমকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেন এবং ২৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন। এ সময় অপর আসামি আবদুল হাসিমকে মামলা থেকে অব্যাহতি দেন।

সুজন/বুলাকী

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়