ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

মাগুরায় বিষাক্ত মদ পানে কলেজছাত্রের মৃত্যু

মাগুরা সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২০, ২৮ অক্টোবর ২০২০  
মাগুরায় বিষাক্ত মদ পানে কলেজছাত্রের মৃত্যু

মাগুরা সদর উপজেলায় বিষাক্ত মদ পান করায় বিপ্লব বিশ্বাস (১৮) নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। গুরুতর অসুস্থ হয়েছেন আরও চারজন। 

বুধবার (২৮ অক্টোবর) দুপুরে ফরিদপুর মেডিক‌্যাল কলেজ হাসপাতালে বিপ্লবের মৃত‌্যু হয়। বাকিরা সেখানে চিকিৎসাধীন আছেন।

বিপ্লব মাগুরা সদর উপজেলার চন্দনপ্রতাপ দাস পাড়া গ্রামের বিকাশ বিশ্বাসের ছেলে।

নিহতের বড় ভাই বিপুল বিশ্বাস জানান, বিজয়া দশমীর দিন বন্ধুরা মিলে মদ পান করে বিপ্লব। মেয়াদোত্তীর্ণ মদের বিষক্রিয়ায় তার মৃত্যু হয়েছে। বিপ্লবসহ পাঁচজন মদ পান করে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাদের মাগুরা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানকার চিকিৎসকরা তাদের ফরিদপুর মেডিক‌্যাল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। আজ দুপুরে ফরিদপুর মেডিক‌্যাল হাসপাতালে বিপ্লবের মৃত্যু হয়।

মাগুরা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক অমর প্রসাদ বলেন, ‘গুরুতর অসুস্থ পাঁচজনকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ফরিদপুর মেডিক‌্যালে পাঠানো হয়। পরে অন্যদেরও ফরিদপুরে রেফার করা হয়।’

মাগুরা সদর থানা ওসি জয়নাল আবেদিন বলেছেন, ‘স্থানীদের মাধ্যমে খবরটি জানতে পেরেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। পরে বিস্তারিত জানাতে পারব।’

শাহীন/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়