ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

কুড়িগ্রামে সম্পত্তি রক্ষায় কৃষক পরিবারের সংবাদ সম্মেলন

কুড়িগ্রাম প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০৯, ২৯ অক্টোবর ২০২০  
কুড়িগ্রামে সম্পত্তি রক্ষায় কৃষক পরিবারের সংবাদ সম্মেলন

কুড়িগ্রাম টেলিভিশন সাংবাদিক ফোরামের কার্যালয়ে কৃষক পরিবারের সংবাদ সম্মেলন

কুড়িগ্রামে প্রভাবশালী ভূমিদস্যুদের হাত থেকে পৈত্রিক সম্পত্তি রক্ষায় সংবাদ সম্মেলন করেছে একটি কৃষক পরিবার।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে কুড়িগ্রাম টেলিভিশন সাংবাদিক ফোরামের কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী চার ভাই।

সংবাদ সম্মেলনে কৃষক আমিনুল ইসলাম ও তার ভাই এনামুল হক লিখিত বক্তব‌্যে বলেন, ‘সদর উপজেলার পাঁছগাছী ইউনিয়নের আরাজি ভোগডাঙ্গা মৌজায় পৈত্রিক সূত্রে পাওয়া ২ একর ৭০ শতক জমি ৩৮ বছর ধরে ভোগদখল করছি আমরা। কিন্তু এক বছর ধরে এসব জমি দখলে নিতে আমাদের চাচা ভূমি অফিসের সাবেক পিয়ন আজিজুল হক ও চাচাতো ভাইরা মিথ‌্যা মামলা দায়েরসহ বিভিন্নভাবে হয়রানি করছে। চাচা আজিজুল হকের এক ছেলে দলিল লেখক, এক ছেলে রেজিস্ট্রি অফিসের পিয়ন। তারা ভয়ভীতি দেখিয়ে আমাদের বসতভিটা থেকে উচ্ছেদ ও আবাদি জমি দখল করার পাঁয়তারা করছে।’

তারা আরও বলেন, ‘আমরা কৃষিকাজ করে জীবনধারণ করছি। আমাদের লেখাপড়া না থাকায় এবং অর্থিক সঙ্গতি কম হওয়ায় চাচা ও চাচাতো ভাইদের হয়রানির কারণে ভোগান্তিতে পড়েছি। আদালতে চলমান মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ভয়ভীতি ও হুমকি থেকে মুক্তি চাই আমরা।’

বাদশাহ্/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়