RisingBD Online Bangla News Portal

ঢাকা     মঙ্গলবার   ২৪ নভেম্বর ২০২০ ||  অগ্রাহায়ণ ১০ ১৪২৭ ||  ০৬ রবিউস সানি ১৪৪২

চট্টগ্রামে সাংবাদিক গোলাম সরওয়ার নিখোঁজ

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:১৫, ৩০ অক্টোবর ২০২০   আপডেট: ০৯:৩৮, ৩০ অক্টোবর ২০২০
চট্টগ্রামে সাংবাদিক গোলাম সরওয়ার নিখোঁজ

আজকের সূর্যোদয় চট্টগ্রাম অফিসের স্টাফ রিপোর্টার এবং অনলাইন নিউজ পোর্টাল সিটি নিউট বিডি’র নির্বাহী সম্পাদক গোলাম সরওয়ার নিখোঁজ হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল নগরীর ব্যাটারি গলির বাসা থেকে বের হওয়ার পর থেকেই তার মোবাইল ফোন বন্ধ এবং তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না।

এই ঘটনায় আজকের সূর্যোদয়ের চট্টগ্রাম ব্যুরো প্রধান জুবায়ের সিদ্দিকী কোতোয়ালি থানায় একটি নিখোঁজ ডায়রি করেছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন কতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন।

জুবায়ের সিদ্দিকী রাইজিংবিডিকে জানান, গোলাম সরওয়ার ব্যাটারি গলির একটি বাসায় ব্যাচেলর হিসেবে ভাড়া থাকতেন। বুধবার রাতে অফিসে দায়িত্ব পালন করে বাসায় ফিরে যান। বৃহস্পতিবার সকালে তাকে বাসা থেকে বের হতে দেখেছেন স্থানীয়রা। এরপর থেকেই তার কোনো সন্ধান মিলছে না। তার মোবাইল ফোনটিও বন্ধ রয়েছে। এই ঘটনায় সাধারণ ডায়রি করা হয়েছে থানায়।

কতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন জানান, জিডি হওয়ার পর পুলিশ এটা নিয়ে কাজ শুরু করেছে।

চট্টগ্রাম/রেজাউল/বুলাকী

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়