ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

টাঙ্গাইলে জেলেদের জালে কুমির

টাঙ্গাইল সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫২, ৩০ অক্টোবর ২০২০   আপডেট: ০৮:২৬, ৩১ অক্টোবর ২০২০
টাঙ্গাইলে জেলেদের জালে কুমির

টাঙ্গাইলে যমুনা নদীতে মাছ ধরার সময় জালে একটি কুমির ধরা পড়েছে।  শুক্রবার (৩০ অক্টোবর) সদর উপজেলার নরসিংহপুর গ্রামের নদীতে কুমিরটি ধরা পড়ে। হুগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন খান তোফা বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় বাসিন্দা সাখাওয়াত হোসেন জানান, কুমিরটি চার ফিটের মতো লম্বা হবে। সেটিকে দেখতে এলাকার লোকজন ভিড় করছে। ইউপি চেয়ারম্যান তোফা জানান, সকালে যমুনা নদীতে মাছ ধরার সময় জেলেদের জালে কুমিরটি ধরা পড়ে। তিনি বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানিয়েছেন। 

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইদুল ইসলাম বলেন, বিষয়টি অবগত হওয়ার পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে পরামর্শ করে কুমিরটি যমুনায় অবমুক্ত করতে বলা হয়েছে।
 

কাওছার/বকুল 

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়