ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

‘মাস্ক নেই, সেবা নেই’

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪৯, ৩১ অক্টোবর ২০২০   আপডেট: ১৩:১৪, ৩১ অক্টোবর ২০২০
‘মাস্ক নেই, সেবা নেই’

করোনা পরিস্থিতির কারণে মুখে মাস্ক না থাকলে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে (চমেক) প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া মাস্ক না থাকলে কাঙ্খিত সেবাও পাবেন না সেবাপ্রার্থীরা।  করোনা সংক্রমণ রোধে এবং জনসাধারণের মধ্যে সচেতনতা তৈরির জন্য এই উদ্যোগ নিয়েছে হাসপাতাল প্রশাসন। 

শনিবার (৩১ অক্টোবর) চমেকের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করেছেন।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে সেবা নিতে আসা সবারই মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে।  এই নির্দেশনা বাস্তবায়ন করতে সংশ্লষ্ট সবাইকে জানিয়ে দেওয়া হয়েছে।

এদিকে, মাস্ক ব্যবহারে প্রচার ও সচেতনতা তৈরির লক্ষ্যে হাসপাতালের বিভিন্ন স্থানে ডিজিটাল ব্যানার টানানো হয়েছে।  ‘মাস্ক ছাড়া প্রবেশ নিষেধ/মাস্ক নেই, সেবা নেই।’ 

চট্টগ্রাম/রেজাউল/সাইফ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়