RisingBD Online Bangla News Portal

ঢাকা     সোমবার   ৩০ নভেম্বর ২০২০ ||  অগ্রাহায়ণ ১৬ ১৪২৭ ||  ১৩ রবিউস সানি ১৪৪২

ট্রেনে কাটা পড়ে মা ও ছেলের মৃত্যু

ময়মনসিংহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৪, ৩১ অক্টোবর ২০২০   আপডেট: ১৬:২৬, ৩১ অক্টোবর ২০২০
ট্রেনে কাটা পড়ে মা ও ছেলের মৃত্যু

ময়মনসিংহে ট্রেনে কাটা পড়ে এক মা ও তার শিশু ছেলের মৃত্যু হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) দুপুর দেড়টার দিকে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের এক নম্বর গেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মা ইয়াসমীন (২৮) ও তার শিশু সন্তান সানী (৩)। ইয়াসমীন সদর উপজেলার দাপুনিয়া ইউনিয়নের কলাপাড়া গ্রামের সিরাজুল ইসলামের স্ত্রী।

ময়মনসিংহ রেলওয়ে থানার ওসি মাজহরুল ইসলাম বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী মহুয়া এক্সপ্রেস ট্রেনের নিচে দুপুর পৌনে ১টার দিকে কাটা পড়েন মা ও ছেলে। তারা আত্মহত্যা করেছেন, নাকি দুর্ঘটনায় ট্রেনে কাটা পড়েছেন- তা নিশ্চিত করে বলতে পারেননি তিনি।

লাশ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

মিলন/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়