ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ইলিশ শিকারের দায়ে ১৩০ জেলের জেল-জরিমানা

মুন্সীগঞ্জ প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৪৫, ৩১ অক্টোবর ২০২০   আপডেট: ২৩:০১, ৩১ অক্টোবর ২০২০
ইলিশ শিকারের দায়ে ১৩০ জেলের জেল-জরিমানা

ফাইল ফটো

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় ইলিশ মাছ শিকারের অপরাধে ১১৪ জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং ১৬ জেলেকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হুমায়ুন কবিরের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত শনিবার (৩১ অক্টোবর) বিকেলে এই দণ্ড দেন। এ সময় অভিযানে উদ্ধার ১ লাখ মিটার কারেন্ট জাল পুড়িয়ে ফেলা হয় এবং ৫০ কেজি ইলিশ এতিমদের মাঝে বিলিয়ে দেওয়া হয়। 

কারাদণ্ডপ্রাপ্ত জেলেদের মধ্যে ১১ জনকে ১ মাস করে, ৩৪ জনকে ১০ দিন করে এবং ৬৯ জনকে ৭ দিন করে কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া ১৬ জেলেকে বিভিন্ন অঙ্কে জরিমানা করা হয়।

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মা নদীর লৌহজং অংশে ইলিশ শিকার করায় লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হুমায়ুন কবির ও সহকারী কমিশনার (ভূমি) মু. আসাদুজ্জামানের নেতৃত্বে অভিযান চালানো হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আসাদুজ্জামান আসাদ, পুলিশ পরিদর্শক সিরাজুল কবিরসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। 

ইলিশের প্রজনন বৃদ্ধির লক্ষ্যে দেশের নদী-সমুদ্রে গত ১৪ অক্টোবর থেকে ২২ দিনের জন্য ইলিশ শিকার নিষিদ্ধ করেছে সরকার।
 

রতন/বকুল

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়