RisingBD Online Bangla News Portal

ঢাকা     শনিবার   ২৮ নভেম্বর ২০২০ ||  অগ্রাহায়ণ ১৪ ১৪২৭ ||  ১১ রবিউস সানি ১৪৪২

হরিরামপুরে অগ্নিকাণ্ডে দোকান পুড়ে ছাই

মানিকগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০১:৩১, ১ নভেম্বর ২০২০  
হরিরামপুরে অগ্নিকাণ্ডে দোকান পুড়ে ছাই

মানিকগঞ্জে হরিরামপুর উপজেলায় চালা বাজারে ১টি দোকান আগুনে পুড়ে ছাই হয়েছে। আশেপাশের দোকান থেকে ১০ লাখ টাকার মালামাল উদ্ধার করা গেলেও ওই দোকানে ২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। 

শনিবার (৩১ অক্টোবর) রাত সাড়ে ৮ টার দিকে ওই বাজারে অরিন বিশ্বাসের দোকানে এ আগুন লাগে। 

বিষয়টি নিশ্চিত করে মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. আব্দুস সহিদ জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে চালা বাজারে অরুন বিশ্বাসের দোকানে আগুনের সূত্রপাত হয়।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়দের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে পুড়ে ছাই হওয়া দোকানের প্রায় ২ লাখ টাকার ক্ষতি হয়েছে। এছাড়া আশেপাশের দোকানের ১০ লাখ টাকার মালামাল উদ্ধার করা গেছে।

চন্দন/আমিনুল

সর্বশেষ

পাঠকপ্রিয়