ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

হিলি বন্দরে ২১ দিনে পাথরে সাড়ে ৩ কোটি রাজস্ব আদায় 

হিলি (দিনাজপুর) সংবাদদাতা  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২৬, ১ নভেম্বর ২০২০   আপডেট: ১১:২৭, ১ নভেম্বর ২০২০
হিলি বন্দরে ২১ দিনে পাথরে সাড়ে ৩ কোটি রাজস্ব আদায় 

অক্টোবর মাসের ২১ দিনে ৬২ হাজার ৬৩৮ মেট্রিকটন পাথর আমদানি হয়েছে দিনাজপুরের হিলি স্থলবন্দরে। আর তা থেকে ৩ কোটি ৬৭ লাখ ৯৩ হাজার ৭০০ টাকা রাজস্ব আদায় করেছেন বাংলাদেশ সরকার।

রোববার (১ নভেম্বর) সকালে  বিষয়টি জানিয়েছেন হিলি কাস্টমস রাজস্ব কর্মকর্তা সাইফুল ইসলাম। 
হিলি সিঅ‌্যান্ডএফ এজেন্ট শেরেকুল মুন্সী রাইজিংবিডিকে বলেন, ‘রাজশাহী বিসমিল্লাহ ফ্লাওয়ার মিলটি আমার এলসির মাধ্যমে ভারত থেকে পাথর আমদানি করছে।  এবন্দর দিয়ে ভারত থেকে বোল্ডার ও চিপ জাতের পাথর আমদানি করা হয়। বোল্ডার পাথর ১৪ ডলার ও চিপ পাথর ১৩ ডলারে কেনা হয়েছে। সম্প্রতি এই বন্দর দিয়ে ভারত থেকে পাথর আমদানি বেড়েছে।’

হিলি কাস্টমস রাজস্ব কর্মকর্তা সাইফুল ইসলাম রাইজিংবিডিকে জানান, গত অক্টোবর চলতি মাসের ১ থেকে ২১ তারিখ পর্যন্ত ৬২ হাজার ৬৩৮ মেট্রিকটন পাথর আমদানি করেছেন পাথর আমদানিকারকরা। এথেকে ৩ কোটি ৬৭ লাখ ৯৩ হাজার ৭০০ টাকা রাজস্ব আদায় হয়েছে। স্থলবন্দরে রেল ও স্থল পথ দিয়ে ভারত থেকে পাথর আমদানি হচ্ছে এবং  পথর আমদানি স্বাভাবিক রয়েছে।

মোসলেম/বুলাকী

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়