ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

অর্থ আত্মসাৎ: সাবেক ইউপি চেয়ারম্যান কারাগারে

পাবনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:১০, ২ নভেম্বর ২০২০   আপডেট: ১৯:১৭, ২ নভেম্বর ২০২০
অর্থ আত্মসাৎ: সাবেক ইউপি চেয়ারম্যান কারাগারে

অর্থ আত্মসাতের অভিযোগে দুদকের করা মামলায় পাবনার বেড়া উপজেলার রূপপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম মোল্লাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। 

সোমবার (২ নভেম্বর) দুপুরে পাবনা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নিত্য নন্দ জামিন আবেদন নাকচ করে দিয়ে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। 

দুর্নীতি দমন কমিশনের (দুদক) পাবনা আঞ্চলিক কার্যালয়ের সহকারী পরিচালক আতিকুর রহমান জানান, নুরুল ইসলাম মোল্লা চেয়ারম্যান থাকাকালীন ২০১১ সালের ১৮ ডিসেম্বর প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে ইউনিয়ন পরিষদের রাজস্বখাতের ১৮ লাখ ৫ হাজার টাকা আত্মসাৎ করেন।

তিনি জানান, দুদকের তদন্তে অভিযোগের প্রাথমিক সত্যতা মেলায় মামলা দায়ের করা হয়। এই মামলায় নুরুল ইসলাম আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।  

শাহীন/বকুল 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়