RisingBD Online Bangla News Portal

ঢাকা     রোববার   ২৪ জানুয়ারি ২০২১ ||  মাঘ ১০ ১৪২৭ ||  ০৯ জমাদিউস সানি ১৪৪২

বগুড়ার জেলা প্রশাসক করোনায় আক্রান্ত 

বগুড়া প্রতি‌নি‌ধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২২, ৩ নভেম্বর ২০২০  
বগুড়ার জেলা প্রশাসক করোনায় আক্রান্ত 

বগুড়ার জেলা প্রশাসক জিয়াউল হক নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে জেলা ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন এ তথ্য জানিয়েছেন। 

ডেপুটি সিভিল সার্জন জানান, জেলা প্রশাসক জ্বর অনুভব করলে তিনিসহ পরিবারের চার সদস্য সোমবার (২ নভেম্বর) সকালে নমুনা দেন। রাতে পাওয়া রিপোর্ট তার করোনা শনাক্ত হলেও স্ত্রী ও দুই কন্যার রেজাল্ট নেগেটিভ এসেছে। 

জেলা প্রশাসক জিয়াউল হ‌কের সঙ্গে যোগা‌যোগ করা হ‌লে তি‌নি বলেন, তার শারীরিক অবস্থা ভালো আছে। তিনি মান‌সিকভা‌বে শক্ত আছেন। 

এদিকে, বগুড়ায় গত ২৪ ঘণ্টায় ১১০ জনের নমুনা পরীক্ষা করে ৭ জনের ফলাফল পজিটিভ পাওয়া গেছে। একই সময়ে ৭ জন সুস্থ হয়েছেন। 

জেলায় মোট আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৮৭ জন। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ৭ হাজার ৫৭১ জন। আর মারা গেছেন ১৯৩ জন। 

 

এনাম/বকুল 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়