ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

রাজশাহীতে শিশু হত্যার দায়ে যুবকের যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩৪, ৩ নভেম্বর ২০২০  
রাজশাহীতে শিশু হত্যার দায়ে যুবকের যাবজ্জীবন

রাজশাহীতে শিশু হত্যার দায়ে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া, লাশ গুম করার দায়ে সাত বছর এবং কানের দুল চুরির অপরাধে আরও এক বছর কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে রাজশাহীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-৩ এর বিচারক আবদুস সালাম এ রায় দেন।

দণ্ডিত যুবকের নাম ফারুক হোসেন (১৯)। সে রাজশাহীর মোহনপুর উপজেলার ঘোরসা মোল্লাপাড়া গ্রামের আইয়ুব আলীর ছেলে।

নিহত শিশুর নাম সুইটি আক্তার বন্যা (৭)। তার বাবার নাম সমির উদ্দিন বিশু। ঘোরসা মোল্লাপাড়া গ্রামেই তার বাড়ি। বন্যা প্রথম শ্রেণির ছাত্রী ছিল। ২০১১ সালের ২৩ জুন তাকে খুন করা হয়।

আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী শরিফুল ইসলাম জানান, ঘটনার দিন সকালে বন্যা স্কুলে যাচ্ছিল। তখন ফারুক তাদের ফাঁকা বাড়িতে শিশুটিকে ডেকে নেয়। এরপর তাকে শ্বাসরোধে হত্যা করে। পরে তার কানের দুল খুলে নিয়ে লাশটি টয়লেটের সেফটি ট্যাংকে ফেলে দেয়। পরিবারের সদস্যরা বন্যাকে খুঁজে না পেলে স্থানীয়রা ফারুকের বাড়ি ঘেরাও করেন। তারা ফারুককে ধরে জিজ্ঞাসাবাদ করেন। একপর্যায়ে ফারুক স্বীকার করে, বন্যাকে হত্যা করে লাশ সেফটি ট্যাংকে ফেলা হয়েছে। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার এবং ফারুককে গ্রেপ্তার করে।

এ ঘটনায় বন্যার বাবা ফারুকের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। এ মামলায় ১৮ জনের সাক্ষ্য গ্রহণ করেন আদালত।

শরিফুল ইসলাম আরও জানান, হত্যাকাণ্ডের পর থেকেই ফারুক জেলহাজতে ছিল। মঙ্গলবার রায় ঘোষণার দিন তাকে আদালতে হাজির করা হয়। রায় ঘোষণা শেষে তাকে আবারও রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

রায়ে সন্তোষ প্রকাশ করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী।

তানজিমুল/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়