ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

সাতক্ষীরায় হত্যার অভিযোগে মামলা, স্ত্রী আটক 

সাতক্ষীরা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৩৬, ৪ নভেম্বর ২০২০   আপডেট: ১৩:১০, ৪ নভেম্বর ২০২০
সাতক্ষীরায় হত্যার অভিযোগে মামলা, স্ত্রী আটক 

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় আবির হোসেন ওরফে বাবু মোল্ল্যকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যার অভিযোগে থানায় মামলা হয়েছে। মামলার পর নিহতের স্ত্রী সাবিনা ইয়াসমিনকে পুলিশ আটক করেছে পুলিশ।

বুধবার (৪ নভেম্বর) সকালে কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দেলোয়ার হুসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে মঙ্গলবার (৩ নভেম্বর) রাতে কালিগঞ্জ থানায় মামলা দায়ের করেন নিহতের মা হোসনেয়ারা বেগম।

ওসি জানান, মঙ্গলবার  রাতে নিহত বাবু মোল্যার মা হোসনেয়ারা বেগম বাদী হয়ে পুত্রবধূ ছাবিনা ইয়াসমিনসহ ৯ জনের নাম উল্লেখসহ আরও অজ্ঞাতনামা ২/৩ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন। এঘটনায় মঙ্গলবার রাতেই নিহতের স্ত্রীকে আটক করেছে পুলিশ। এরপর শ্বশুরবাড়ির অন্য সদস্যরা বাড়ি ছেড়ে পালিয়ে গেছেন।

উল্লেখ্য, কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের বন্দকাটি গ্রামের বীর মুক্তিযোদ্ধা মৃত আরশাদ আলী আমিনের বিধবা মেয়ে দুই সন্তানের মা সাবিনা ইয়াসমিন (৩২) এর সঙ্গে প্রায় ৮ মাস আগে পাশ্ববর্তী নীলকণ্ঠপুর গ্রামের আব্দুর রহিম মোল্যার ছেলে আবির হোসেন বাবুর বিয়ে হয়। বিভিন্ন বিষয় নিয়ে সৃষ্ট পরিবারিক বিবাদের কারণে গত কয়েকদিন ধরে তাদের মধ্যে ডিভোর্সের কথাবার্তা চলছিল। এর মধ্যেই মঙ্গলবার সকালে রাকিব আহম্মেদ বাবুর শ্বশুরবাড়ির পাশের একটি বাতাবী লেবু গাছের ডালে ওড়নায় ঝুলানো মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

শাহীন/বুলাকী

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়