ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ইলিশ রক্ষা অভিযানে মৎস্য কর্মকর্তার ওপর হামলা, আহত ৫

ভোলা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫২, ৪ নভেম্বর ২০২০   আপডেট: ১৩:০৭, ৪ নভেম্বর ২০২০
ইলিশ রক্ষা অভিযানে মৎস্য কর্মকর্তার ওপর হামলা, আহত ৫

ইলিশ রক্ষা অভিযানের শেষ দিনে মেঘনা নদীতে জেলেদের হামলায় ভোলা সদর সিনিয়র মৎস্য অফিসার আসাদুজ্জামানসহ ৫ জন আহত হয়েছেন।

বুধবার (৪ নভেম্বর) সকালে বিষয়টি ভোলা সদর সিনিয়র মৎস্য অফিসার নিজে বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে মঙ্গলবার (৩ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে ভোলার চর এলাকায় এ ঘটনা ঘটে।

ভোলা সদর সিনিয়র মৎস্য অফিসার জানান, মেঘনা নদীর ভোলার চর এলাকায় রাত ৩টায় জেলেরা জাল ফেলে মা ইলিশ শিকার করছিলেন। এসময় ওদেরকে ধরার চেষ্টা করলে জেলেরা তাদের ট্রলার হতে আমাদের ওপর ইটপাটকেল নিক্ষেপ করেন। ইটের আঘাতে আমার মাথা ফেটে যায় এবং বাম পায়ে জখম হয়।

এরপর আমাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে এনে চিকিৎসা করা হয়। এছাড়াও জেলেদের ইটের আঘাতে এক পুলিশ সদস্যসহ ৪/৫ জন আহত হয়েছেন। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। কোন জেলেরা এ হামলা করেছে রাতের আধারে তাদের চিনতে পারিনি।
 

মালেক/বুলাকী

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়