ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

শৈলকুপা উপজেলা চেয়ারম্যান মোশাররফ হোসেন মারা গেছেন

ঝিনাইদহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১৬, ৪ নভেম্বর ২০২০  
শৈলকুপা উপজেলা চেয়ারম্যান মোশাররফ হোসেন মারা গেছেন

ঝিনাইদহের শৈলকুপা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা শিকদার মোশাররফ হোসেন মারা গেছেন।আজ বুধবার (৪ নভেম্বর) সকাল ১১টার দিকে ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. অপুর্ব কুমার সাহা তার মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।

মোশাররফ হোসেনের বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি স্ত্রী, তিন ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। 

পরিবারের সুত্রে জানা গেছে, মুক্তিযোদ্ধা শিকদার মোশাররফ হোসেন আজীবন মানুষের পেশে থেকে সেবা করে গেছেন। বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী ছিলেন তিনি। রাজনৈতিক জীবনের শুরুতে তিনি জাসদের সঙ্গে জড়িত ছিলেন। ১৯৮৩ সালে আওয়ামীলীগে যোগদান করেন। ১৯৯০ সালে শৈলকূপা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ২০০৭ সাল থেকে পরপর দুইবার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি টানা দুই উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন।     

মোশাররফ হোসেনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সংসদ সদস্য আব্দুল হাই, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু, শৈলকুপা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আরিফ রেজা মুন্নু, জেলা যুবলীগ নেতা শফিকুল ইসলাম শিমুল প্রমুখ।
 

রাজিব/বকুল

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়