ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

৭ মাসের শিশুসহ জামিনে কারামুক্ত মা

কুমিল্লা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৪২, ৪ নভেম্বর ২০২০   আপডেট: ২০:৪২, ৪ নভেম্বর ২০২০
৭ মাসের শিশুসহ জামিনে কারামুক্ত মা

কুমিল্লায় হত্যা মামলার আসামি মায়ের সঙ্গে ১৫ দিন কারাগারে কাটাতে হয়েছে সাত মাসের শিশু মাহাদী হাসানের। বুধবার (৪ নভেম্বর) দুপুরে কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আতাব উল্লাহ মা শাহনাজ আক্তারকে জামিন দিলে কারাগার থেকে মুক্ত হয় এই শিশুও।

গত ১৯ অক্টোবর আদালতে আত্মসমর্পণ করেন শাহনাজ আক্তার। পরে আদালত তাকে কারাগারে পাঠিয়ে দেন। কারাগারে মায়ের সঙ্গে ছিল মাহাদী। এ সময় তদন্ত কর্মকর্তার আবেদনে দুই দিনের রিমান্ডে ছিলেন শাহনাজ আক্তার।

মামলায় আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট তাজুল ইসলাম জানান, ২০১৮ সালের ১ সেপ্টেম্বর কুমিল্লা নগরীর মনোহরপুরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন গৃহবধূ আয়েশা আক্তার রীমা। এই মৃত্যুর ঘটনায় স্বামী নাসির উদ্দিন, ভাসুর মাসুম ও জা শাহনাজ বেগমকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন রীমার বাবা। ওই মামলায় আদালতে আত্মসমর্পণ করেন শাহনাজ আক্তার।

তিনি বলেন, ‘আমি অন্য একটি মামলায় এসে বিষয়টি দেখে স্বতঃপ্রণোদিত হয়ে এই মামলায় যুক্ত হয়ে বিজ্ঞ আদালতে জামিনের আবেদন করি।  আদালত শাহনাজ আক্তার ও তার স্বামীকে জামিন দিয়েছেন।’

ইমরুল/বকুল

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়