ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

নরসিংদীর গোতাশিয়া ইউনিয়নের উপ-নির্বাচন ১০ ডিসেম্বর

নরসিংদী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০৮, ৫ নভেম্বর ২০২০   আপডেট: ১২:১১, ৫ নভেম্বর ২০২০
নরসিংদীর গোতাশিয়া ইউনিয়নের উপ-নির্বাচন ১০ ডিসেম্বর

নরসিংদীর মনোহরদী উপজেলার গোতাশিয়া ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচন আগামী ১০ ডিসেম্বর। 

মনোহরদী উপজেলা নির্বাচন কর্মকর্তা এবং রিটার্নিং কর্মকর্তা আবুল কালাম আজাদ এই তফসিল ঘোষণা করেন।

তফসিলে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১৫ নভেম্বর, মনোনয়নপত্র বাছাই ১৭ নভেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৩ নভেম্বর এবং ১০ ডিসেম্বর ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে।

গত ১৬ আগস্ট এই ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল কাদির হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।  পরদিনই মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ওই ইউনিয়নের চেয়ারম্যানের পদ শূন্য ঘোষণা করেন।  এরপর থেকে প্রথম প্যানেল চেয়ারম্যান মো.কাজল মিয়া ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসছেন।

গোতাশিয়া ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১৮ হাজার ৮৩৯ জন।  এরমধ্যে পুরুষ ভোটার ৯ হাজার ১০ জন এবং নারী ভোটার ৯ হাজার ৮২৯ জন।

এইচ মাহমুদ/টিপু

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়