ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

রাজশাহীতে ৪ দফা দাবিতে মেডিক‌্যাল শিক্ষার্থীদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১৭, ৫ নভেম্বর ২০২০  
রাজশাহীতে ৪ দফা দাবিতে মেডিক‌্যাল শিক্ষার্থীদের মানববন্ধন

সেশনজটমুক্ত মেডিক‌্যাল শিক্ষাবর্ষসহ চারদফা দাবিতে মানববন্ধন করেছেন সাধারণ মেডিক‌্যাল এবং ডেন্টাল শিক্ষাথীরা।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় রাজশাহী মহানগরীর সাহেব বাজার জিরোপয়েন্টে ঘণ্টাব্যাপি এ কর্মসূচি পালিত হয়।

এসময় মানববন্ধনে শিক্ষাথীরা বলেন, যথাসময়ে কোর্স সম্পন্ন করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। প্রাইভেট মেডিক‌্যাল কলেজগুলোতে এমবিবিএস কোর্সে ৬০ মাস এবং বিডিএস কোসে ৪৮ মাস (পুরাতন কারিকুলাম) লাগে। আর ৬০ মাস (নতুন কারিকুলাম) নিয়মিত-অনিয়মিত কোন শিক্ষার্থীর কাছ থেকে এর বেশি বেতন নেওয়া যাবে না। প্রতিটি পরীক্ষার্থীকে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দিতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে বলে জানান বক্তারা।

মানববন্ধন চলাকালে বক্তব্য দেন- ঢাকা মেডিক‌্যাল কলেজের ২০১৮-১৯ সেশনের ওয়াসি আল মোস্তাকিম, বগুড়া মেডিক‌্যাল কলেজের একই শিক্ষাবর্ষের আশিকুর রহমান আশিক, ইসলামী ব্যাংক মেডিক‌্যাল কলেজ রাজশাহীর মোস্তফা জামাল, বারিন্দ মেডিক‌্যাল কলেজের রিয়াজাত আজিজ প্রমুখ।

রাজশাহী/তানজিমুল/বুলাকী

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়