ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ইউএনও’র মোবাইল নম্বর ক্লোন করে টাকা চাওয়ার অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:২৮, ৬ নভেম্বর ২০২০   আপডেট: ০৮:২৯, ৬ নভেম্বর ২০২০
ইউএনও’র মোবাইল নম্বর ক্লোন করে টাকা চাওয়ার অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও )একরামুল ছিদ্দিকের সরকারি মোবাইল নাম্বার ক্লোন করে টাকা চাওয়া অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত ৮টার দিকে এ মোবাইল নম্বর ক্লোনের ঘটনা ঘটে।

নবীনগর ইউএনও একরামুল ছিদ্দিক বিষয়টি নিশ্চিত করেছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, নবীনগর উপজেলা ইউএনও একরামুল ছিদ্দিকের সরকারি ০১৭০৫৪১১২৩৬ মোবাইল নম্বরটি একটি প্রতারক চক্র ক্লোন করে রাত ৮ টার দিকে উপজেলার কাইতলা দক্ষিণ ইউপির সচিব মোবারক হোসেনের মোবাইল নম্বরে ফোন করে ফার্নিচার কিনার জন্য ১৫ হাজার টাকা ও রাত সোয়া ৮টার দিকে বড়াইল ইউপি চেয়ারম্যান জাকির হোসেনের মোবাইলে ফোন করে ফার্নিচার কিনার জন্য ২০ হাজার টাকা বিকাশ করার কথা বলে। বিষয়টি চেয়ারম্যান ও ইউপি সচিবের সন্দেহ হলে তারা সঙ্গে সঙ্গে ইউএনওর ব্যক্তিগত মোবাইল নম্বরে যোগাযোগ করে ইউএনওকে অবহিত করলে নম্বরটি ক্লোন হওয়ার বিষয়টি ধরা পড়ে।

নবীনগর ইউএনও একরামুল ছিদ্দিক বলেন, ‘আমার সরকারি মোবাইল নম্বর ক্লোন করে রাত ৮টার দিকে একটি প্রতারক চক্র উপজেলার বড়াইল ইউপি চেয়ারম্যান জাকির হোসেন ও কাইতলা দক্ষিণ ইউপির সচিব মোবারক হোসেনের কাছে ফার্নিচার কিনার কথা বলে বিকাশের মাধ্যমে টাকা পাঠানোর কথা বলে। বিষয়টি তাদের সন্দেহ হলে তারা আমার ব্যক্তিগত নম্বরে যোগাযোগ করলে বিষয়টি ধরা পড়ে।’

ইউএনও আরও বলেন, ‘বিষয়টি স্পর্শকাতর বিধায় সকলে অবহিত করা হয়েছে। রাতেই নবীনগর থানায় সাধারণ ডায়রি (জিডি) করা হয়েছে। প্রতারক চক্রের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

রুবেল/বুলাকী

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়