ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

দখলে দূষণে বিপন্ন সুলতানপুর খাল

নিজস্ব প্রতিবেদক,যশোর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:১৪, ৭ নভেম্বর ২০২০  
দখলে দূষণে বিপন্ন  সুলতানপুর খাল

দখল আর দুষণে হারিয়ে যেতে বসেছে সুলতানপুর খাল। খাল দখল করে গড়ে উঠেছে নানা স্থাপনা। কোথাও করা হয়েছে মাছের ঘের। প্রশাসন বলছেন, দ্রুত খাল উদ্ধারে ব্যবস্থা নেওয়া হবে। 

যশোর সদর উপজেলার সুলতানপুর, চাঁদপাড়াসহ ৫ গ্রামের পানি নিষ্কাশনের একমাত্র পথ সুলতানপুর খাল। এই খালটি স্থানীয় প্রভাবশালীরা দখল করে তৈরি করেছেন মাছের ঘের, ঘর-বাড়িসহ বিভিন্ন স্থাপনা। এখন এই খালটি দেখলে বোঝার কোনো উপায় নেই এটি একটি খাল। দখল হতে হতে খালটি তার অতীত চিত্র পাল্টে গেছে। 

ফতেপুর ইউনিয়নের চেয়ারম্যান রবিউল ইসলামের সঙ্গে আলাপ কালে তিনি বলেন, খালটি শিগগিরই দখলমুক্ত করা হোক।

স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের উদাসীনতার কারণে প্রভাবশালীরা খাল দখল করে রেখেছেন। তাই প্রশাসনের হস্থক্ষেপে খাল দখলমুক্ত রাখার দাবি কৃষকদের।

খাল দখলের কথা স্বীকার করে ব্যবস্থা নেওয়ার কথা জানালেন যশোরের পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী কর্মকর্তা তাওহিদুল ইসলাম। তিনি বলেন, আমি যশোরে নতুন।  তাই এই খালের দখল উচ্ছেদসহ খালটি সবার জন্য উন্মুক্ত করতে একটু সময় লাগবে। 

রিটন/সাইফ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়