ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

শ্রীমঙ্গলে রেল দুর্ঘটনা: ৫ সদস্যের তদন্ত কমিটি

মৌলভীবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৫১, ৭ নভেম্বর ২০২০   আপডেট: ০৫:২৪, ৮ নভেম্বর ২০২০
শ্রীমঙ্গলে রেল দুর্ঘটনা: ৫ সদস্যের তদন্ত কমিটি

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে লাইনচ‌্যুত হয়েছে তেলবাহী ট্রেন

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে রেল দুর্ঘটনার কারণ খুঁজতে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠনা করা হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যায় এ কমিটি গঠন করা হয়। কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

তদন্ত কমিটির প্রধান বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ডিটিও) ময়নুল ইসলাম রাইজিংবিডিকে জানান, লাইনচ‌্যুত ট্রেন উদ্ধারে কাজ চলছে। এ রুটের সব ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে। তেল সংগ্রহকারী মানুষের ভিড়ের কারণে উদ্ধার কাজে বিলম্ব হচ্ছে। আগামীকাল সকালে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।

কমিটির অন‌্য সদস‌্যরা হলেন- বিভাগীয় প্রকৌশলী (ঢাকা) সুলতান আলী, বিভাগীয় সংকেত ও টেলিযোগাযোগ প্রকৌশলী (ঢাকা) আবু হেনা, বিভাগীয় প্রকৌশলী (যান্ত্রিক) রেজাউল করিম ও বিভাগীয় যন্ত্র প্রকৌশলী (ওয়াগন) রেজাউল করিম।

উল্লেখ্য, মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও রেল স্টেশনের কাছে চানমারী এলাকায় সিলেটগামী তেলবাহী ট্রেন লাইনচ্যুত হয়। এতে সাতটি ওয়াগান থেকে বিপুল পরিমাণ জ্বালানি তেল পড়ে যায়। ওই দুর্ঘটনার পর সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ আছে।

সাইফুল্লাহ/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়