ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

২১ ঘণ্টা পর সারা দেশের সঙ্গে সিলেটের ট্রেন যোগাযোগ চালু

মৌলভীবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৩৬, ৮ নভেম্বর ২০২০   আপডেট: ১০:৩৭, ৮ নভেম্বর ২০২০
২১ ঘণ্টা পর সারা দেশের সঙ্গে সিলেটের ট্রেন যোগাযোগ চালু

মৌলভীবাজারের শ্রীমঙ্গলের সাতগাঁওয়ে তেলবাহী ট্রেনের সাত বগি লাইনচ্যুত হওয়ার ২১ ঘণ্টা পর সারা দেশের সঙ্গে সিলেটের ট্রেন যোগাযোগ চালু হয়েছে।

রোববার  (৮ নভেম্বর) সকালে রাইজিংবিডিকে তথ্যটি নিশ্চিত করেছেন শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনমাস্টার মো. আফছার উদ্দিন।

স্টেশনমাস্টার জানান,  কুলাউড়া ও আখাউড়া থেকে বগি মেরামতকারী ইঞ্জিন এসে লাইনের ওপর ছিটকে পড়া ওয়াগানগুলো সরিয়ে ট্রেনলাইন মেরামত করে। এরপর আজ সকাল ৮টা থেকে চালু করা হয়েছে। গতকাল সিলেটের ট্রেনগুলো বাতিল করা হয়েছে। আর বিকেল ৩টায় ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে  ‘কালানী’ ছেড়ে আসবে।

স্টেশনমাস্টার আরও জানান, এই লাইনে কাজ আরও এক সপ্তাহ চলবে। কিন্তু ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়েছে।

উল্লেখ্য,  শনিবার ৭ নভেম্বর বেলা সাড়ে ১১টার দিকে  মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও রেল স্টেশনের কাছে চানমারী এলাকায় সিলেটগামী তেলবাহী ট্রেনের সাত বগি লাইনচ্যুত হয়। এতে ওয়াগান থেকে বিপুল পরিমাণ জ্বালানি তেল পড়ে যায়। ওই দুর্ঘটনার পর সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ ছিলো।

সাইফুল্লাহ/বুলাকী

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়