ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

দিনাজপুরে হিমেল হাওয়ায় নেমে এসেছে শীত

হিলি (দিনাজপুর) সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২৩, ৮ নভেম্বর ২০২০   আপডেট: ১১:৫৪, ৮ নভেম্বর ২০২০
দিনাজপুরে হিমেল হাওয়ায় নেমে এসেছে শীত

দিনাজপুর জেলায় হিমেল হাওয়ায় অনুভূত হচ্ছে কনকনে শীত। শীতের কাঁপনে গরম কাপড় পড়ছেন অনেকেই। দিনে গরম, রাতে ঠান্ডা। আবহাওয়া পরিবর্তনে সর্দি-কাশি আর জ্বরে ভুগছেন অনেকেই।

রোববার (৮ নভেম্বর) সকালে দিনাজপুরে তাপমাত্রা ছিলো ১৫.৯ ডিগ্রি সেলসিয়াস। জানিয়েছেন, দিনাজপুর আবহাওয়া অধিদপ্তর।

আশ্বিনে গা করে শিন শিন। আশ্বিন মাস পার হয়ে কার্তিক মাস শেষের দিকে প্রায়। গত চার দিন থেকেই দিনাজপুরে শীতের মাত্রা বাড়ছে। বিকেল থেকেই ছড়িয়ে পড়ছে কনকনে ঠান্ডা হাওয়া। শীতের প্রভাব পড়ছে খেটে খাওয়া সাধারণ মানুষের ওপর। গ্রাম-গঞ্জে সকালে খড়ে আগুন জ্বালিয়ে আগুনের তাপ নিতে দেখা গেছে।

টুপি মাথায় গায়ে চাদর জড়ানো ভ্যানচালক আব্দুল লতিফ বলেন, হঠাৎ করে ক'দিন থেকে শীত পড়ছে। আমরা গরীব মানুষ বাড়িতে শুয়ে থাকলে তো আর পেট চলবে না। যতই ঠান্ডা পড়ুক ভ্যান নিয়ে বের হতে হবে। আমাদের কি আর শীত গরম বর্ষা আছে?

দিনাজপুরে আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন জানান, রোববার সকালে তাপমাত্রা ছিলো ১৫.৯ ডিগ্রি সেলসিয়াস এবং আগের দিন রাত ৩ টায় ছিলো ১৭.৫ ডিগ্রি সেলসিয়াস।

তিনি জানান, চলতি নভেম্বর মাসে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং বৃষ্টির পর শীতের প্রভাবও বৃদ্ধি পাবে।

মোসলেম উদ্দিন/টিপু

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়