ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

বাগেরহাটে গণপ্রকৌশল দিবস পালিত

বাগেরহাট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২৭, ৮ নভেম্বর ২০২০  
বাগেরহাটে গণপ্রকৌশল দিবস পালিত

‌নীল অর্থনীতি এনে দিবে সম্মৃদ্ধি-এই প্রতিপাদ্য নিয়ে বাগেরহাটে গণপ্রকৌশল দিবস ও ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিবি) এর ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। 

দিনটি উপলক্ষে রোববার বেলা ১১টায় বাগেরহাট অফিসার্স ক্লাবের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে র‌্যালিটি আবার অফিসার্স ক্লাবের সামনে এসে শেষ হয়। র‌্যালিতে বাগেরহাট মেরিন ইনস্টিটিউট, বাগেরহাট সড়ক ও জনপথ বিভাগ, গণপূর্ত অধিদপ্তর, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, পানি উন্নয়ন বোর্ড, বাগেরহাট সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও প্রকৌশলীরা অংশ নেন। 

পরে অফিসার্স ক্লাব মিলনায়তনে আলোচনা সভা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন বাগেরহাট মেরিন ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী ড. শামীম হোসাইন। 

আইডিবি, বাগেরহাট জেলা শাখার সভাপতি আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন, বাগেরহাট জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী ইসমাইল হোসেন, আইডিবি, জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুর রহমানসহ বিভিন্ন দপ্তরের প্রকৌশলীরা।

টুটুল/সাইফ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়