ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

সিরাজগঞ্জে করোনায় অধ্যক্ষের মৃত্যু 

সিরাজগঞ্জ প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১৮, ৮ নভেম্বর ২০২০   আপডেট: ১৬:৩৩, ৮ নভেম্বর ২০২০
সিরাজগঞ্জে করোনায় অধ্যক্ষের মৃত্যু 

সিরাজগঞ্জের উল্লাপাড়া সরকারি আকবর আলী কলেজের অধ্যক্ষ অধ্যাপক এস এম ওয়াহিদুজ্জামান (৪৭) কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। 

আজ রোববার (৮ নভেম্বর) দুপুরে কলেজের সহকারী অধ্যাপক শামীম হাসান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, অধ্যক্ষ ওয়াহিদুজ্জামান করোনায় আক্রান্ত হয়ে গত ১৪ অক্টোবর থেকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। পরে তার অবস্থা খারাপ হলে তাকে আইসিইউতে নেওয়া হয়। সেখানে লাইফ সাপোর্টে থাকার পর আজ সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।  

ওয়াহিদুজ্জামানের মৃত্যুতে তার কর্মস্থল উল্লাপাড়া সরকারি আকবর আলী কলেজে শোকের ছায়া নেমে আসে। তিনি চার বছর ধরে এই কলেজে অধ্যক্ষের দায়িত্ব পালন করছেন। ওয়াহিদুজ্জামান দুই সন্তানের জনক।  

কলেজের উপাধ্যক্ষ আশহাবুল হক এবং শিক্ষক পরিষদের সম্পাদক ও সহকারী অধ্যাপক শামীম হাসান শোক প্রকাশ করেছেন। তারা শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। 

অধ্যাপক ওয়াহিদুজ্জামানের লাশ তার গ্রামের বাড়ি বাগেরহাটের শরণখোলা উপজেলার গ্রামে স্বাস্থ্যবিধি মেনে দাফন করা হবে বলে জানিয়েছেন শামীম হাসান।

রাসেল/বকুল

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়