ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

পিটিয়ে হত‌্যা: সেই জুয়েলের মেয়েকে অনুদান দিলেন লালমনিরহাটের ডিসি

লালমনিরহাট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০১, ৮ নভেম্বর ২০২০   আপডেট: ১৭:০২, ৮ নভেম্বর ২০২০
পিটিয়ে হত‌্যা: সেই জুয়েলের মেয়েকে অনুদান দিলেন লালমনিরহাটের ডিসি

লালমনিরহাটে বুড়িমারীতে গণপিটুনিতে নিহত আবু ইউসুফ মো. শহিদুন্নবী জুয়েলের মেয়ে জেবা তাসনিয়াকে আর্থিক অনুদান দিয়েছেন লালমনিরহাটের জেলা প্রশাসক আবু জাফর। এর পাশাপাশি জুয়েলের স্ত্রী জেসমিন আক্তার মুক্তার চাকরির দাবি বিবেচনার আশ্বাস দিয়েছেন তিনি।

রোববার (৮ নভেম্বর) দুপুরে লালমনিরহাটের জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জুয়েলের মেয়ের হাতে ২০ হাজার টাকার অনুদানের চেক তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন জুয়েলের বড় ভাই মো. তওহিদুন্নবী।

পরে জেলা প্রশাসক আবু জাফর বলেন, ‘শহিদুন্নবী জুয়েলের মেয়ে জেবা তাসনিয়ার লেখাপড়ায় সহযোগিতার জন্য অনুদান দেওয়া হলো।’

এ সময় জুয়েলের স্ত্রীর চাকরি দাবির বিষয়ে জেলা প্রশাসককে অবহিত করা হলে তিনি বলেন, ‘জুয়েলের বাড়ি তো রংপুরে। যদি তাকে চাকরি দেওয়ার সুযোগ থাকে, তাহলে তা করার চেষ্টা করা হবে।’

রংপুরে রাইজিংবিডির নিজস্ব প্রতিবেদকের মাধ‌্যমে সরকারের কাছে চাকরির দাবি জানিয়েছিলেন জুয়েলের স্ত্রী জেসমিন আক্তার মুক্তা। গতকাল শনিবার (৭ নভেম্বর) এ বিষয়ে রাইজিংবিডিতে পিটিয়ে হত‌্যা: চাকরি চান সেই জুয়েলের স্ত্রী শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়।

ফারুক/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়