ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

নয় বছর পর কবাখালী বাজার চালু

খাগড়াছড়ি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৩৪, ১০ নভেম্বর ২০২০  
নয় বছর পর কবাখালী বাজার চালু

আবারও পাহাড়ি-বাঙালির উপস্থিতিতে মুখরিত খাগড়াছড়ির দীঘিনালার কবাখালী বাজার। দীর্ঘ ৯ বছর পর সোমবার (৯ নভেম্বর) সেনাবাহিনীর দীঘিনালা জোন ও স্থানীয় জনপ্রতিনিধিদের উদ্যোগে এই বাজার চালু করা হয়।

কবাখালী বাজারে গিয়ে দেখা যায়, পাহাড়ি-বাঙালি নারী-পুরুষের উল্লেখযোগ্য উপস্থিতিতে প্রাণ ফিরে পেয়েছে বাজারটি।বাজার চালুর প্রথম দিনেবিক্রেতা কুমার চাকমা বলেন, অনেকদিন পর বাজার চালু হলো।আমাদের অনেক সুবিধা হয়েছে।

বাজার চালু উপলক্ষে প্রথমদিনে এক সভার আয়োজন করা হয়। এতে দীঘিনালা জোনের স্টাফ অফিসার মেজর মো. সাকিব হাসান, দীঘিনালা উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো. কাশেম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ উল্লাহ উপস্থিত ছিলেন।

উদ্যোক্তারা জানান, ২০১১ সালের ১৪ ডিসেম্বর দীঘিনালা উপজেলার কবাখালী বাজারে সংঘটিত একটি হত্যাকাণ্ডকে ঘিরে বাজার বর্জনের ঘোষণা দিয়েছিলেন স্থানীয় পাহাড়িরা। এতে অনেকে নিঃস্ব হয়ে পড়েছেন বলে জানিয়েছেন ব্যবসায়ী নেতারা। ৯ বছর পর বাজার খোলায় খুশি ব্যবসায়ী ও কবাখালীর সাধারণ জনগণ।

উল্লেখ্য, প্রতি সোমবার বসবে কবাখালীর সাপ্তাহিক হাট-বাজার।

খাগড়াছড়ি/নুরুচ্ছাফা মানিক/সাইফ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়