ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

দ্বৈত ভোটার হওয়ায় মাগুরায় যুবকের নামে মামলা

মাগুরা সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৩৩, ১১ নভেম্বর ২০২০  
দ্বৈত ভোটার হওয়ায় মাগুরায় যুবকের নামে মামলা

মাগুরার মহম্মদপুরে ভিন্ন পরিচয়ে দ্বৈত ভোটার হওয়ায় লতিফুল কবির (৩৫) নামে এক ব্যক্তির নামে মামলা করেছে উপজেলা নির্বাচন কর্মকর্তা। 

বুধবার (১১ নভেম্বর) দুপুরে উপজেলা নির্বাচন কর্মকর্তা বাদী হয়ে মামলা করেন।

লতিফুল কবির উপজেলার নহাটা ইউনিয়নের ফুলবাড়ি গ্রামের লুৎফর রহমানের ছেলে।

মামলার এজাহারের বরাত দিয়ে উপজেলা নির্বাচন কর্তকর্তা তায়জুল ইসলাম জানান, লতিফুল কবির উপজেলার ফুলবাড়ি গ্রামে ভোটার থাকা সত্ত্বেও প্রতারণার মাধ্যমে অসৎ উদ্দেশ্যে কুষ্টিয়া সদর উপজেলা উজানগ্রাম ইউনিয়নের বারুইপাড়া গ্রামের ঠিকানায় ভোটার হয়েছেন। সেখানে তিনি নাম, বাবার নাম, মায়ের নাম ও জন্ম তারিখ পরিবর্তন করেছেন। বারুইপাড়া গ্রামের তার নাম মান্নান (২৬) এবং বাবার নাম ইজ্জত আলী। 

জানা যায়, লতিফুল কবির ২০১০ সালে উপজেলা নির্বাচন অফিসে নিজের ইচ্ছায় তথ্য গোপন করে ফিঙ্গার প্রিন্ট দেন। পরে ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে দ্বৈত ভোটার শনাক্ত করা হয়েছে।

মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারক বিশ্বাস জানান, ভোটার তালিকা আইন ২০০৯’র ১৮ ধারা মোতাবেক মামলা নেওয়া হয়েছে। 

শাহীন/এসএম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়