ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

সিলেটের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

মৌলভীবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:০৬, ১১ নভেম্বর ২০২০  
সিলেটের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় মালবাহী ট্রেনের দুটি চাকা লাইনচ্যুত হওয়ার আড়াই ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। আজ বুধবার (১১ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে ট্রেনটি উদ্ধারের পর সিলেটের সঙ্গে রেল যোগাযোগ শুরু হয়।

সন্ধ্যা সাড়ে ৬টায় বিষয়টি রাইজিংবিডিকে নিশ্চিত করেছেন কুলাউড়া রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার মুহিব উদ্দিন আহমদ।

মুহিব উদ্দিন আহমদ জানান, বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার ভাটেরা এলাকায় ফেঞ্চুগঞ্জের মাইজগাঁও স্টেশন থেকে ছেড়ে আসা মালবাহী ট্রেনের দুটি চাকা লাইনচ্যুত হয়। পরে সাড়ে ৫টার দিকে দুর্ঘটনা কবলিত ট্রেনটি উদ্ধার করা সম্ভব হয়।

গত ৭ নভেম্বর শ্রীমঙ্গল উপজেলার সাতগাও এলাকায় একটি তেলবাহী ট্রেন লাইনচ্যুত হয়। সেই দুর্ঘটনায় ২১ ঘণ্টা সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ ছিল।

সাইফুল্লাহ/বকুল

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়