ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

চট্টগ্রাম বন্দর অভিমুখি জাহাজে বিদেশি নাবিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩৪, ১২ নভেম্বর ২০২০  
চট্টগ্রাম বন্দর অভিমুখি জাহাজে বিদেশি নাবিকের মৃত্যু

দক্ষিণ আফ্রিকা থেকে চট্টগ্রাম বন্দর অভিমুখি পানামার পতাকাবাহী জাহাজে জেসি ইকেটার নামের এক বিদেশি নাবিকের মৃত্যু ঘটেছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে ‘এম ভি নিউ ক্যারেজ’ নামের জাহাজটি চট্টগ্রাম বন্দরে নোঙর করে। মারা যাওয়া নাবিক ফিলিপাইনের নাগরিক।

চট্টগ্রাম বন্দর সচিব ওমর ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।  

বন্দর সচিব জানান, দক্ষিণ আফ্রিকা থেকে ইউ এন মিশনের গাড়ি এবং কাঠ নিয়ে এম ভি ক্যারেজ জাহাজটি চট্টগ্রাম বন্দর অভিমুখে আসার পথে জাহাজে অসুস্থ হয়ে যান নাবিক জেসি ইকেটর। ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে গত ২৪ অক্টোবর তিনি জাহাজে মারা জান। তার লাশ জাহাজে ফ্রিজিং করে রেখে জাহাজটি বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম বন্দরে নোঙর করে। নিয়ম অনুযায়ী এই নাবিকের লাশ জাহাজ থেকে নামিয়ে ময়নাতদন্ত শেষে স্থানীয় শিপিং এজেন্টের মাধ্যমে নিজ দেশে পাঠানো হবে।

চট্টগ্রাম/রেজাউল/বুলাকী

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়