ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

দক্ষিণাঞ্চলে দিনে গরম আর রাতের ঠাণ্ডা হাওয়ায় শীতের আগমনী বার্তা

নিজস্ব প্রতিবেদক, খুলনা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২৩:৪০, ১২ নভেম্বর ২০২০   আপডেট: ২৩:৪৩, ১২ নভেম্বর ২০২০
দক্ষিণাঞ্চলে দিনে গরম আর রাতের ঠাণ্ডা হাওয়ায় শীতের আগমনী বার্তা

কুয়াশার চাদরে ঢেকে যাচ্ছে ভোরের আকাশ

দিনে গরম, রাতে শীতল হাওয়া আর ভোরের ঘন কুয়াশায় দক্ষিণাঞ্চলে জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা। ইতোমধ্যেই গ্রামাঞ্চলে শীত পড়তে শুরু করেছে। তবে, জেঁকে বসেনি।

এদিকে, খুলনা শহরে এখনও শীত অনুভূত না হলেও সন্ধ্যা আর শেষ রাতে শীতের আমেজ টের পাওয়া যাচ্ছে। শীতের আগমনী বার্তার কড়া নাড়া শুরু হয়েছে। শেষ রাতে গায়ে কাঁথা চাপাচ্ছেন অনেকেই। যদিও দিনে গরমের তীব্রতা খুব একটা কমেনি। শীত জেঁকে বসার আগেই খুলনায় লেপ-তোষক তৈরির ধুম লেগেছে। 

অপরদিকে, শীতের সময় যেকোনো ভাইরাসজনিত রোগ বাড়ে। এ সময়ে মানুষের শরীরে ইমিউনিটি কমে যায়। এ কারণে শীতে করোনার প্রকোপ বেড়ে যাওয়ার আশংকা বেশি বলে জানিয়েছেন খুলনা সিভিল সার্জন ডা. সুজাত আহমেদ। 

খুলনা আঞ্চলিক আবহাওয়া অফিসের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ আমিরুল আজাদ বলেন, খুলনাঞ্চলে কমছে তাপমাত্র। শীতের আমেজ অনুভূত হচ্ছে।  তিনি জানান, এখন সাধারণত ভোর বেলা খুলনার তাপমাত্রা থাকছে ১৮-১৯ সেলসিয়ায়াসের মধ্যে। তবে, ২০ এর নিচে গেলেই শীত অনুভূত হয়। ১৪/১৫ ডিগ্রি সেলসিয়ায়াস হলে পুরো শীত চলে আসবে। এখন থেকে প্রতিদিনই তাপমাত্র কমবে। কমতে কমতে ২০ তারিখের মধ্যে তাপমাত্রা ১৪/১৫ ডিগ্রি সেলসিয়ায়াসে চলে আসবে বলেও উল্লেখ করেন তিনি।

নূরুজ্জামান/আমিনুল

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়