ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

সাবেক সংসদ সদস্য আবু হেনা আর নেই

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:১০, ১৪ নভেম্বর ২০২০   আপডেট: ১৯:১৫, ১৪ নভেম্বর ২০২০
সাবেক সংসদ সদস্য আবু হেনা আর নেই

আবু হেনা

রাজশাহী-৪ (বাগমারা) আসনের বিএনপির সাবেক সংসদ সদস্য আবু হেনা মারা গেছেন। আজ শনিবার (১৪ নভেম্বর) দুপুর দেড়টার দিকে রাজধানীর বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

আবু হেনার বয়স হয়েছিল ৮১ বছর। তিনি স্ত্রী, দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। 

আবু হেনার ভাতিজা আক্তারুল আলম বলেন, আবু হেনা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। শ্যামলীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসার পর তার করোনা নেগেটিভ হলে তিনি বাড়িতে ফেরেন। এরপর হঠাৎ অসুস্থ হয়ে পড়লে আবার তাকে ওই হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। পরে সেখানেই আজ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, আবু হেনার মরদেহ ঢাকা থেকে জন্মস্থান বাগমারায় আনা হবে। আগামীকাল রোববার (১৫ নভেম্বর) বাদ জোহর উপজেলার কাতিলা গ্রামের পারিবারিক কবরস্থানে জানাজা শেষে দাফন করা হবে। যুক্তরাষ্ট্রপ্রবাসী তার দুই ছেলে রুহের মাগফিরাত কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

আবু হেনা ১৯৯৬ সাল এবং ২০০১ সালে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে বাগমারা থেকে দুইবার সংসদ সদস্য নির্বাচিত হন।
 

তানজিমুল/বকুল

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়