ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

‘হত্যা রাজনৈতিক সমাধান আনতে পারে না’

নরসিংদী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৪৪, ১৪ নভেম্বর ২০২০  
‘হত্যা রাজনৈতিক সমাধান আনতে পারে না’

শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, ‘আমরা রাজনীতি করব ব্যালটের মাধ্যমে, হত্যার মাধ্যমে না। হত্যা কোনোদিন রাজনৈতিক সমাধান আনতে পারে না, এটা প্রমাণিত হয়েছে।’

শনিবার (১৪ নভেম্বর) বিকেলে নরসিংদী জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে প্রয়াত পৌর মেয়র লোকমান হোসেনের নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষ‌্যে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিল্পমন্ত্রী বলেন, ‘নরসিংদী জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগসহ সকল সহযোগী সংগঠন ঐক্যবদ্ধ। দলে প্রতিযোগিতা থাকতেই পারে। আওয়ামী লীগ অনেক বড় দল। এখানে সবাই এমপি, মন্ত্রী, চেয়ারম্যান কিংবা মেয়র হবেন না। আজকে যারা অন্যভাবে কাজ করছেন, দলে বিভেদ তৈরি করছেন, ষড়যন্ত্র করছেন, তারা প্রত্যক্ষভাবে নিজের পায়ে নিজে কুড়াল মারছেন। নরসিংদীর পৌর মেয়র লোকজন হোসেন বঙ্গবন্ধু আদর্শের অনুসারী ছিলেন, তাকেই ইচ্ছে করলেই মুছে দেওয়া যাবে না। আজকে তার নবম মৃত্যুবার্ষিকীতে এসেও নরসিংদীর মানুষ তা প্রমাণ করেছে।’

নরসিংদী পৌরসভার মেয়র মো. কামরুজ্জামানের সভাপতিত্বে স্মরণসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নরসিংদী-২ আসনের সংসদ সদস‌্য ডা. আনোয়ারুল আশরাফ খান দিলীপ, নরসিংদী-৩ আসনের সংসদ সদস‌্য জহিরুল হক ভূঞা মোহন, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস‌্য ও প্রয়াত লোকমান হোসেনের স্ত্রী তামান্না নুসরাত বুবলী, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য অ‌্যাডভোকেট রিয়াজুল কবির কাউছার। প্রধান আলোচক ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মতিন ভূঁইয়া।

স্মরণসভায় উপস্থিত ছিলেন—পলাশ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ জাবেদ, মনোহরদী পৌরসভার মেয়র আমিনুর রশীদ সুজন, ঘোড়াশাল পৌরসভার মেয়র শরীফুল হকসহ জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা।

এইচ মাহমুদ/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়