কিশোরগঞ্জে অস্ত্রসহ ডাকাত আটক
কিশোরগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

কিশোরগঞ্জের করিমগঞ্জ সদর থানাধীন কান্দাইল এলাকার মানিকজুড়ি বিল হতে কয়েকটি অস্ত্রসহ চিহ্নিত এক ডাকাতকে আটক করেছে র্যাব।
এসময় তার কাছ থেকে দুটি পাইপ গান, ৪ রাউন্ড কার্তুজ ও ৫টি রামদা জব্দ করা হয়।
রোববার (১৫ নভেম্বর) দুপুর ২টায় র্যাব-১৪, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার এম শোভন খান বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
আটক ডাকাত মো. ওমর ফারুক ওরফে কানা ফারুক কটিয়াদি উপজেলার ধুলদিয়া ইউনিয়নের শিমুলতলী গ্রামের মৃত তাহের আলীর ছেলে।
কমান্ডার এম শোভন খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, ডাকাত ফারুক করিমগঞ্জ থানাধীন কান্দাইল এলাকায় নিয়মিতভাবে হাওড়ে চাঁদাবাজি, দস্যুতা, সাধারণ জেলেদের মাছ ও জাল কেড়ে নেওয়া এবং গরু চুরি করে। পরে র্যাবের এক আভিযানিক দল ডাকাতির প্রস্তুতির সময় কান্দাইল এলাকার মানিকজুড়ি বিলে রাতে অভিযান চালায়। এসময় ডাকাতদলের অন্যতম ফারুককে আটক করলেও অন্যরা নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়।
কমান্ডার আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আসামি হাওড় এলাকায় দীর্ঘদিন ধরে ডাকাতির কথা স্বীকার করেছেন। এ ঘটনায় করিমগঞ্জ থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
রুমন/বুলাকী