ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

প্রত্নতত্ত্ব অধিদপ্তরকে ১১টি মূর্তি দিলো বিজিবি

নওগাঁ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৪৯, ১৫ নভেম্বর ২০২০  
প্রত্নতত্ত্ব অধিদপ্তরকে ১১টি মূর্তি দিলো বিজিবি

নওগাঁর পাহাড়পুর বৌদ্ধ বিহার জাদুঘরে রাখতে প্রত্নতত্ত্ব অধিদপ্তরকে ১১টি কষ্টিপাথরের মূর্তি দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিভিন্ন সময়ে বিজিবি-১৬ ব্যাটালিয়নের অভিযানে উদ্ধার করা ওই ১১টি মূর্তির ওজন ২৭০ কেজি। এসবের দাম আনুমানিক ২ কোটি ৬ লাখ ৫৯ হাজার টাকা।

রোববার  (১৫ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় বিজিবি-১৬ ব্যাটালিয়নের অধীন পরিচালিত নওগাঁ সীমান্ত পাবলিক বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে মূর্তিগুলো হস্তান্তর করা হয়। প্রত্নতত্ত্ব অধিদপ্তর, রাজশাহীর আঞ্চলিক পরিচালক নাহিদ সুলতানার কাছে মূর্তিগুলো হস্তান্তর করেন বিজিবির রাজশাহী সেক্টরের কমান্ডার কর্নেল তুহিন মোহাম্মদ মাসুদ।

এ সময় বিজিবি নওগাঁ-১৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন‌্যান্ট কর্নেল এ কে এম আরিফুল ইসলাম, উপ-অধিনায়ক আহসান হাবিব প্রমুখ উপস্থিত ছিলেন।

নাহিদ সুলতানা বলেন, ‘বিজিবির কাছ থেকে পাওয়া এসব মূর্তি নওগাঁর পাহাড়পুর বৌদ্ধ বিহার জাদুঘরে রাখা হবে।’

সাজু/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়