ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

আশুলিয়ায় পরিবহন চাঁদাবাজির সময় গ্রেপ্তার ১

সাভার প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:১০, ১৬ নভেম্বর ২০২০   আপডেট: ১০:১২, ১৬ নভেম্বর ২০২০
আশুলিয়ায় পরিবহন চাঁদাবাজির সময় গ্রেপ্তার ১

সাভারের আশুলিয়ায় পরিবহনে চাঁদাবাজির সময় হাতেনাতে এক চাঁদাবাজকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।

রোববার (১৬ নভেম্বর) বিকেলে গ্রেপ্তার আসামির বিরুদ্ধে ডিবি পুলিশ বাদী হয়ে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করে।

বিকেলেই আসামিকে ঢাকার মুখ্য বিচারিক আদালতে পাঠানো হলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

এর আগে দুপুরে আশুলিয়ার বাইপাইল এলাকায় আশুলিয়া ক্ল্যাসিক পরিবহনে চাঁদাবাজির সময় তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশর উপ-পরিদর্শক (এসআই) বেলায়েত হোসেন।

গ্রেপ্তার সাইফুল ইসলাম (৩৬) আশুলিয়ার গাজীরচট এলাকার বাসিন্দা। পলাতক মামলার অপর আসামিরা হলেন— আমির হোসেন ও মো. সরোয়ার।

এসআই বেলায়েত হোসেন জানান, দুপুরে বাইপাইল এলাকায় আশুলিয়া ক্ল্যাসিক পরিবহন থেকে চাঁদা আদায়ের গোপন সংবাদ পান তারা। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে চাঁদা আদায়ের সময় হাতেনাতে সাইফুল নামে একজনকে গ্রেপ্তার করা হয়। বিকেলে আরও দুইজনের নাম উল্লেখ করে দ্রুত বিচার আইনে মামলা দায়েরের করেন তারা।

এসআই আরও জানান, মামলার পলাতক দুই আসমি আমির ও সরোয়ার চিহ্নিত পরিবহন চাঁদাবাজ। তাদের গ্রেপ্তারেও অভিযান চলছে।

সাব্বির/বুলাকী

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়