RisingBD Online Bangla News Portal

ঢাকা     শনিবার   ১৬ জানুয়ারি ২০২১ ||  মাঘ ২ ১৪২৭ ||  ০১ জমাদিউস সানি ১৪৪২

সিরাজগঞ্জে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

সিরাজগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২৮, ১৬ নভেম্বর ২০২০   আপডেট: ১১:২৯, ১৬ নভেম্বর ২০২০
সিরাজগঞ্জে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

সিরাজগঞ্জের কামারখন্দে ভোরে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক ব্যক্তির (৫০) মৃত্যু হয়েছে। 

সোমবার (১৬ নভেম্বর) ভোরে উপজেলার জামতৈল কোবাদ শেখের মোড়ে লালমনি এক্সপ্রেস ট্রেনের সাথে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে।

কামারখন্দের জামতৈল স্টেশন মাষ্টার আবু হান্নান জানান, ভোরে ঢাকা থেকে লালমনিরহাটগামী লালমনি এক্সপ্রেস ট্রেন জামতৈল কোবাদ শেখের মোড় পৌঁছলে ওই ব্যক্তি দুর্ঘটনার শিকার হয়। স্থানীয় টহলরত পুলিশ তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তার অবস্থার অবনতি হলে সিরাজগঞ্জ শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।

কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, ভোরে ট্রেনের ধাক্কায় এক ব্যক্তি মুমূর্ষু অবস্থায় লাইনের পাশে পরে ছিলো। টহলরত পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। লাশ সিরাজগঞ্জ শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে রয়েছে বলে জানান তিনি।

অদিত্য রাসেল/টিপু

সর্বশেষ

পাঠকপ্রিয়