ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

সুন্দরবনের হাড়বাড়িয়ায় কুমির ছানা অবমুক্ত

বাগেরহাট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩০, ১৬ নভেম্বর ২০২০  
সুন্দরবনের হাড়বাড়িয়ায় কুমির ছানা অবমুক্ত

সুন্দরবনের হাড়বাড়িয়া এলাকায় তিনটি কুমির ছানা অবমুক্ত করা হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) দুপুরে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সচিব জিয়াউল হাসান এনডিসি এই কুমির ছানা অবমুক্ত করেন।

এসময় সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মুহাম্মদ বেলায়েত হোসেন, সুন্দরবন পশ্চিম বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আবু নাসের মোহাম্মদ মহাসীন হোসেন, করমজল বন্য প্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদকবিরসহ বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মুহাম্মদ বেলায়েত হোসেন বলেন, সুন্দরবনের করমজল বন্য প্রাণী প্রজনন কেন্দ্রে দীর্ঘদিন ধরে কুমির প্রজনন করা হয়। প্রকৃতিতে কুমিরের সংখ্যা বৃদ্ধির জন্য বিভিন্ন সময়ে এই কুমির ছানা বনের অভ্যন্তরে নদী ও খালে অবমুক্তও করা হয়। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে আমাদের ৯০টি কুমির অবমুক্ত করার কথা ছিলো। এর অংশ হিসেবে আজকে তিনটি কুমির অভমুক্ত করা হল। পর্যায়ক্রমে অিবশিষ্ট কুমিরগুলো সুন্দরবনে অবমুক্ত করা হবে বলে জানান তিনি।

টুটুল/বুলাকী

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়