শিপন হত্যার প্রতিবাদে টাঙ্গাইলে মানববন্ধন
টাঙ্গাইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৩৩ ব্যাচের প্রাণ রসায়ন বিভাগের মেধাবী ছাত্র এবং ৩১ বিসিএস-এর সিনিয়র এএসপি আনিসুল করিম শিপন হত্যায় জড়িতদের শাস্তির দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) সকাল ১১ টায় শহরের শহীদ মিনারের সামনে জাহাঙ্গীররগর পরিবার টাঙ্গাইল জেলা শাখা ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে।
মানববন্ধনে বক্তব্য রাখেন জাহাঙ্গীরনগর পরিবার টাঙ্গাইল জেলা শাখার সভাপতি মো. এমরান, সাধারণ সম্পাদক মোহাব্বত হোসেন খান, সাংগঠনিক সম্পাদক আবু রাসেল মো. সাইম, কোষাধক্ষ মো. সোলাইমান হোসেন প্রমুখ।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ মানববন্ধনে অংশ নেন। বক্তারা অবিলম্বে পুলিশের এএসপি আনিসুল করিম শিপন হত্যায় জড়িতদের গ্রেপ্তার করে কঠোর শাস্তি দাবি করেন।
উল্লেখ্য, গত ৯ নভেম্বর রাজধানীর আদাবরে মাইন্ড এইড হাসপাতালে সিনিয়র সহকারী পুলিশ সুপার আনিসুল করিম শিপনের মৃত্যু হয়।
টাঙ্গাইল/কাওছার/সাইফ