ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

গোপালগঞ্জে জেলা প্রশাসনের তৃতীয় শ্রেণির কর্মচারীদের কর্মবিরতি

গোপালগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫২, ১৬ নভেম্বর ২০২০  
গোপালগঞ্জে জেলা প্রশাসনের তৃতীয় শ্রেণির কর্মচারীদের কর্মবিরতি

পদ-পদবী পরিবর্তন ও বেতন গ্রেড বাড়ানোর দাবিতে কর্মবিরতি পালন করেছেন গোপালগঞ্জ জেলা প্রশাসনের তৃতীয় শ্রেণির কর্মচারীরা।

বাংলাদেশ কালেক্টরট সহকারী সমিতি, গোপালগঞ্জ জেলা শাখার উদ্যোগে এ আন্দোলন চলছে। সোমবার (১৫ নভেম্বর) সকাল ৯ টায় জেলা প্রশাসকের কর্যালয়ের সামনে অবস্থান নেন জেলা প্রসানের কর্মচারীরা। পরে তারা সব ধরনের কাজ বন্ধ রাখেন। এছাড়া ৫ উপজেলার নির্বাহী অফিসের কার্যালয়, সহকারী কমিশনার ভূমি এর কার্যালয়ের কর্মচারীরাও নিজ নিজ অফিসে কর্মবিরতি পালন করছেন। কর্মবিরতি চলবে বিকেল ৫টা পর্যন্ত।

কর্মবিরতির কর্মসূচিতে বক্তব্য রাখেন বাংলাদেশ কালেক্টরট সহকারী সমিতির সহ-সভাপতি শেখ হাফিজুর রহমান, গোপালগঞ্জ কালেক্টরট সহকারী মো. নুর ইসলাম খান।

কর্মসূচিতে জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) অফিসের তৃতীয় শ্রেণির সব কর্মচারীরা অংশ নিচ্ছেন। 

গোপালগঞ্জ/বাদল/সাইফ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়