ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

রাঙামাটিতে গুর্খা সম্প্রদায়ের ‘ভৈল-দেওসি’ উৎসব উদযাপিত

রাঙামাটি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:১৮, ১৬ নভেম্বর ২০২০  
রাঙামাটিতে গুর্খা সম্প্রদায়ের ‘ভৈল-দেওসি’ উৎসব উদযাপিত

রাঙামাটিতে গুর্খা সম্প্রদায়ের দেওয়ালী পুজা উপলক্ষ্যে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ঐতিহবাহী ‘ভৈল-দেওসি’ উৎসব উদযাপিত হয়েছে।

রোব ও সোমবার (১৫-১৬ নভেম্বর) দুই দিনব্যাপী নেপালী বংশদ্ভূত ক্ষুদ্র নৃ-গোষ্ঠি গুর্খারা এ উৎসব পালন করলেন।

দেওয়ালী পুজা উপলক্ষে পার্বত্য অঞ্চলের বসববাসরত গুর্খা সম্প্রদায় দীর্ঘদিন ধরে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে এই উৎসব পালন করে আসছে। 

উৎসবের প্রথম দিনকে ‘ভৈল’ ও দ্বিতীয় দিনকে বলা হয় ‘দেউসি’। এই দুই দিন গুর্খা সম্প্রদায়ের নারী-পুরুষ কয়েকটি দলে বিভক্ত হয়ে সন্ধ্যার পর পাড়ায় পাড়ায় গিয়ে গান গেয়ে উপহার সংগ্রহ করেন। দ্বিতীয় দিনে ভাইটিকা দেওয়ার মধ্যদিয়ে শেষ হয় ‘ভৈল-দেওসি’ উৎসব। 

প্রসঙ্গত, বাংলাদেশ গেজেটের এস, আর ও, নং-৭৮-আইন-২০১৯, ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক প্রতিষ্ঠান আইন, ২০১০ (২০১০ সনের ২৩ নং আইন)এর ধারা ১৯ এ প্রদত্ত ক্ষমতাবলে সরকার উক্ত আইনের তফসিলের পরিবর্তে নতুন তফসিল প্রতিস্থাপন করে তফসিল ধারা ২(১) ও ধারা ১৯ দ্রষ্টব্যের ক্রমিক নং ৩০ এ গুর্খা সম্প্রদায়কে অন্তর্ভুক্ত করা হয়।

বিজয় ধর/সনি

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়